প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) :
কৃষি ও কৃষকদের সমস্যা চিহ্নিত করনের লক্ষে বুধবার সকালে জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা উন্নয়ন প্রচেস্টার হলরুমে নলচিড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এমটিসিপি-২ বাংলাদেশের সহযোগীতায় সম্মেলনে লিখিত বক্তব্যে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এইচএম শাহজাহান কবির বলেন, কৃষকদের আগ্রহ থাকা সত্বেও তারা কৃষির মাটি পরীক্ষা করাতে পারছেননা, যাতে কৃষকরা মাটি পরীক্ষা করতে পারেন সে ব্যবস্থা করা জরুরী হয়ে পরেছে। একইসাথে রাসয়নিক সার কীটনাশক ব্যবহারে ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কৃষকদের বীজ সংরক্ষনের জন্য বীজ ভান্ডার তৈরী, কৃষকদের জামানত ও সুদ বিহীন ঋণের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সদস্য সুশীল কুমার করাতী, সেলিম সরদার, হেমায়েত উদ্দিন হাওলাদার, শামচুল হক, মাষ্টার সমির হালদার, জাকির হাওলাদার, আনোয়ার হোসেন, আব্দুল বারেক মৃধা প্রমূখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply