গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে ডিবি পুলিশ পরিচয়ে পোল্ট্রি ব্যবসায়ীকে অপহরণ ও প্রায় ৪ লাখ টাকা ছিনতাই’র ঘটনায় ভূয়া ডিবি পুলিশের ৫ জনের নামোল্লেখসহ ৮ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ চরআইরকান্দি গ্রামের আঃ হাই তালুকদারের ছেলে তালুকদার জলিল বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো- মাদারীপুর জেলার সদর থানার উত্তর দুতখালী এলাকার আয়নাল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩১), একই এলাকার মোসলেম হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার (৩৮), শিবচর উপজেলার নাওরা গ্রামের জাহাঙ্গীর ফরাজীর ছেলে রাসেল ফরাজী (২৮). শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পুঠিজুরী গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে মাহাবুব আলম হাওলাদার (৩৯), নিলফামারী জেলার দোমার থানার পশ্চিম চিকনমাটি নওয়াহাট গ্রামের সালমান ওরফে আইয়ুব আলীর ছেলে ফারুক হোসেন রানা (২৭)। এ আসামিরা গোপালগঞ্জ জেলহাজতে আটক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, পার্শ¦বর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইকান্দি গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী আঃ জলিল তালুকদার ন্যাশনাল ব্যাংক উপজেলার টরকী বন্দর শাখা থেকে গত ২১ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নিজ একাউন্ট থেকে চেকের মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা উত্তোলণ করেন। উক্ত টাকা নিয়ে ইজি-বাইকে (ব্যাটারী চালিত) গৌরনদী বন্দরের উদেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা কসবা আল্লাহর মসজিদ বাসষ্ট্যান্ডের কাছে পৌঁছলে ৬ থেকে ৮ জন আরোহীর একটি সাদা মাইক্রোবাস আড়াআড়ি করে ইজি বাইকটি ব্যারিকেড দেয়। এ সময় আরোহীরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ফ্লিমষ্টাইলে পোল্ট্রি ব্যবসায়ী জলিলকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। পরবর্তীতে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে জলিলের সাথে থাকা ৩ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা ছিনতাই করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদা হাটের কাছে সড়কের পাশে ফেলে দ্রুত মাইক্রোবাসটি পালিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, ৪ জানুয়ারি দুপুরে গৌরনদী নিলখোলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে যোগে অপহরণ করে ঋণ গৃহীতা কায়েস হাওলাদার ও তার মা খোদেজা বেগমের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে। এর পর ছিনতাইকারীরা কোটালীপাড়ার পিরারবাড়ি এলাকায় সড়কের পাশে মা ও ছেলেকে ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ভাঙ্গারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আলী আকবার সাদা মাইক্রোবাসসহ ৫ ছিনতাইকারীকে আটক করে। এসময় তাদের কাছে থেকে ২৭ হাজার টাকা, হাতকড়া, ডিবির পোশাক, ওয়াকিটকি সেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঋণ গৃহীতা কায়েস হাওলাদার বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি ছিনতাই’র মামলা দায়ের করেছেন। পোল্ট্রি ব্যবসায়ী জলিল তালুকদার ওইদিন রাতে কোটালীপাড়া থানায় গিয়ে গ্রেফতারকৃত ওই ভূয়া ডিবি পুলিশের ৫ জনকে অপহরণ ও ছিনতাইকারী হিসেবে শনাক্ত করেন। ব্যবসায়ী জলিলকে অপহরণ করে প্রায় ৪ লাখ টাকা ছিনতাই’র মামলায় গ্রেফতারকৃত ওই ৫ আসামিকে শন-অ্যারেস্ট দেখানো হয়েছে। তাদের রিমান্ডে এনে জলিলের ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হবে বলে গৌরনদীর ওসি মনিরুল জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply