শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন

গৌরনদীতে নুসরাত জাহানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৩৬ Time View

গৌরনদী প্রতিনিধি:

 

মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে বরিশালের গৌরনদীতে মানববন্ধন কর্মসুচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডে ১৬টি স্বেচ্ছাসেবী সংস্থা এইড, আশা, বিডিএস, ব্রেভ, ব্যুরো বাংলাদেশ, সিসিডিবি, সিডবিøউএফডি, দেশ-বাংলা, দেশ গড়ি, জিডিএস, জাগরণী চক্র ফাউন্ডেশন, কারিতাস, পদক্ষেপ, আরডিএফ, শাহাজিরা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট’র যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচীর আয়োজন করা হয়।

 

মানববন্ধন শেষে এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদ’র সভাপতি প্রেমানন্দ ঘরামী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, শাহাজিরা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ মিজানুর রহমান, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু, সিসিডিবি’র কর্মসূচী কর্মকর্তা সুকল্যান রায়, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট’র উপজেলা মাঠ কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, আগৈলঝাড়া উপজেলা মাঠ কর্মকর্তা রাজিব মজুমদার, নতুন দিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঠু সিকদার, ব্রেভ এর উপজেলা সমন্বয়কারী মোঃ আউব আলী সাংবাদিক হাসান মাহামুদ, আশা’র উপজেলা ম্যানেজার মোঃ শাহীন আলম, সমাজ সেবক মেধাবী ছাত্র এইচ.এম আকতারুজ্জামান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন ও সমাবেশে নারী-শিশু, ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহব্বান জনানো হয়। বক্তারা নারী-শিশু, ধর্ষণ ও নির্যাতনের আইন সংশোধন করে কঠোর আইন পাশ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। নুসরাতসহ সকল হত্যাকান্ডের হত্যার পরিকল্পনাকারী মূল অপরাধী ও সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়