এস.এম মিজান, (গৌরনদী) প্রতিনিধি: মাদক কেনার দাবিকৃত টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে রান্না ঘরে অগ্নিসংযোগের ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের মাদকসেবী সবুজ কুমার গাইননকে (২৬) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদীর ইউএনও মাসুমা আক্তার এ কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি সবুজ কুমার গাইনকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করেছে পুলিশ। সে উপজেলার চাঁদশী গ্রামের জীবন কুমার গাইনের ছেলে।
গৌরনদী মডেল থানার এস.আই তরিকুল ইসলাম জানান, উপজেলার চাঁদশী গ্রামের জীবন কুমার গাইনের ছেলে সবুজ কুুমার গাইন (২৬) মাদক সেবন করে প্রায়ই বাড়ি ফিরে মাতলামী ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আসছিল। মাদক কেনার দাবিকৃত টাকার জন্য সবুজের অত্যাচারে পরিবারের অন্য সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়ে। মাদকসেবী পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা ও বাবা গত শনিবার বিকালে নিজ বাড়ি ছেড়ে উজিরপুরে এক আত্মীয়’র বাড়িতে আশ্রয় নেয়। এদিকে মাদক কেনার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সবুজ কুমার গাইন রবিবার দুপুরে নিজেদের রান্না ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে মাদকসেবী সবুজকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ওইদিন বিকালে ঘটনাস’লে পৌছলে আটককৃত মাদকাসক্ত সবুজকে পুলিশের কাছে সোপর্দ করে স্বজনরা। এ ব্যাপারে জীবন কুমার গাইন সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওইদিন বিকালে মাদকসেবী পুত্র সবুজকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply