বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন

গৌরনদীর সেই সেতুর গোড়ায় কাঠের সাকো নির্মানের নির্দেশ দিলেন ইউএনও

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৪০ Time View

এস,এম,মিজান : বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা-বাকাই খালের উমেদ আলী বাজার সংলগ্ন এলাকায় ঠিকাদারের গাফিলতিতে সাকো থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গতকালের পত্রিকায় “ঠিকাদারের গাফিলতি, মানুষের ভোগান্তি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে যান। তিনি মারা যাওয়া শিশুর পরিবারকে শান্তনা দেওয়ার পাশাপাশি ঠিকাদার সমস্যা সমাধানে নির্দেশ দেন। আজ বুধবার সকাল ৮টা থেকে জরুরীভাবে কাজ শুরুর নির্দেশ দেন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শরিফ আহম্মেদ বলেন, বরিশাল -১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ আমাকে ঘটনাস্থলে গিয়ে খোজ খবর নিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেন। আমি গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই এবং ঠিকাদারদেরকে সমস্যা সমাধানে নির্দেশ দেই। বর্ষায় এপ্রোজ সড়ক নির্মানে কিছুটা সমস্যা থাকার চার ফুট প্রস্থ কাঠের তৈরী সাকো নির্মান করে চলাচল স্বাভাবিক রাখতে ঠিকাদার আব্দুল আজিজ ও আ. মজিদ হাওলাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান ও ফজলু কাজীসহ কয়েকজন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ ঘটনাস্থলে পৌছলে বিকল্প সড়ক তৈরী না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দূর্ঘটনায় হতাহতের জন্য ঘটনাস্থলে উপস্থিত দুই ঠিকাদারকে দায়ি করেন। তারা জানান, তিন গ্রামের মানুষের চলাচল এবং স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতু । গোড়ায় মাটি না দেওয়ায় দূর্ভোগ পোহাতে হচ্ছে। এসময় মারা যাওয়া শিশুর দাদা কাজী মোঃ আলী আকবর বলেন, স্যার আর যেন কোন মায়ের কোল খালি না হয়। নির্বাহী কর্মকর্তা তাকে শান্তনা দেন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে গ্রামের শতশত লোক জরো হন। এসময় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাত, ইউপি সদস্য মো. কবির হোসেন হাওলদার ও দুই ঠিকাদার ।
ঠিকাদার আব্দুল আজিজ ও আ. মজিদ হাওলাদার বলেন, ইউএনও স্যার আমাদেরকে কাঠের সাকো তৈরী করতে নির্দেশ নিয়েছেন আজ বুধবার কাজ শুরু করবো। প্রথমে জরুরীভাবে দুই পাশে কাঠের ৪ ফুট প্রস্থ সাকো তৈরী করে  যাতায়াত স্বাভাবিক করবো। পরবর্তিতে বালু ভরাট করে এপ্রোজ সড়ক নির্মান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়