Amar Praner Bangladesh

গ্রামীন ফোনের ডিজিটাল স্বাস্থ্য সেবা হেলথ টনিক উদ্বোধন করে এমপি বাহার

দেলোয়ার হোসেন জাকিরঃ

কুমিল্লায় গ্রামীনফোন সেন্টারে ডিজিটাল স্বাস্থ্য সেবা হেলথ টনিক এর উদ্বোধন করা হয়েছে। কেক কেটে হেলথ টনিক সার্ভিস এর শুভ উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ স্বাস্থ্য টনিক থেকে টনিক ডাক্তারের সাথে কথা বলে যে কোন স্বাস্থ্য সেবা নিতে পারবে গ্রাহকরা। এস এম এস এর মাধ্যমে টনিক হেলথ টিপস, টনিক ডাক্তার, ক্যাশ কাভারেজ ও নগদ অর্থ সহায়তা পাওয়া যাবে।

 

ডিজিটাল স্বাস্থ্য সেবা হেলথ টনিক এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড. মুজিবর রহমান, বিএমএ সাধারন সম্পাদক ডা. আতাউর রহমান, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল হাসান, গ্রামীন ফোরে সেন্ট্রাব ম্যানেজার নান্টু চন্দ্র দাস, চট্টগ্রাম বিভাগিয় বিজনেস ডেভলাপমেন্ট লিডার ফারাহ সুলতানা শহিদ, ও চট্টগ্রাম এরিয়া সেলস ম্যানেজার তানজিয়া রহমান গ্রামীণফোনের উর্দ্বোতন কর্মকর্তাগন।