নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন( ২য় পর্যায়) প্রকল্পে নিয়োজিত “গ্রাম আদালত সহকারীদের ‘ চাকুরি স্হায়ীকরণে জাতীয় প্রেসক্লাবের সামনে ২৬ ডিসেম্বর ২০২০ ইং তারিখে মানববন্ধন করেন গ্রাম আদালত সহকারীবৃন্দ।
চার দফা দাবীতে বক্তারা বলেন, ১. গ্রাম আদালত সহকারীদের চাকুরী করণ,২.নূন্যতম বেতন হলেও গ্রাম আদালত সহকারীদের ইউনিয়নে রাখা, ৩.বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সহকারী নিয়োগ দিতে হবে, ৪. যে যে ইউনিয়নে কর্মরত আছে তাকে সেই ইউনিয়নে রাখতে হবে।
এতে বক্তব্য রাখেন, গ্রাম আদালত সহকারী সমিতির সভাপতি মোঃ মাসুদ রানা, সহ -সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারন সম্পাদক আল কামাল হাসান ( মোস্তফা) আশকার আহমেদ সুমন, বিলকিস বেগম, মিজান, ইকবাল পাটোয়ারী, কাহেল মিয়া, সীমা রানী নাথ, আখী পাটোয়ারী,শাহানাজ প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply