বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে জমি আত্মসাৎ এর জন্য নিজের মাথায় আঘাত করে মিথ্যা মামলা সাজালেন ছোট ভাইসহ তিনজনের বিরুদ্ধে বাঞ্ছারামপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষে ইউএনও এর প্রেস ব্রিফিং মিরপুরে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী চেম্বার আদালতেও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ ইলিয়াস-বাবুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের নতুন দিন ধার্য টাঙ্গাইল-৩ আসন আওয়ামীলীগের গৃহবিবাদের সুযোগ নিতে চায় বিএনপি হজ পালনে থাকছে না বয়সসীমা, শর্ত তুলে নিলো সৌদি আরব কুষ্টিয়ায় পরিবারের সবাইকে রুমে আটকে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক শরণখোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের শেখ কাশেমের ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২১ Time View

 

 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

করোনাভাইরাস বা কোভিড-১৯ প্রতিরোধে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র দিনমজুর, কর্মহীন ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১৩টি গ্রামের ৪শতাধিক পরিবারের মধ্যে সেমাই, চিনি,দুধ,চাল, ডাল, আলু, পেয়াজ, সাবান ঈদকে সামনে রেখে এই সংকটকালে ব্যক্তিগত উদ্যোগে ৪ শতাধিক মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করেন পুর্বপাকুটিয়া গ্রামের কৃতিসন্তান উপজেলা যুবলীগের সদস্য, জনদরধী, গরীবের বন্ধু, বিশিষ্ট তরুণ সমাজসেবক, অন্যায়ের প্রতিবাদী,গরীব দুখি, মেহনী মানুষের কণ্ঠস্বর ও ৫নং ওয়ার্ডের মানুষের নয়নের মণি শেখ মো. কাশেম।

এসময় শেখ কাশেম বলেন,প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস প্রতিরোধে পুরো বিশ্বের মানুষ এখন গৃহবন্দী। এসময় দিনমজুর, রিকশা-ভ্যানচালক, পরিবহন ও রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা ও ছিন্নমূল মানুষরা, যারা দিন এনে দিন খায়, তারা খুবই অভাবে পড়েছেন। এসব অভাবী মানুষ একদিন রোজগার না করলে তাদের মুখে আর খাবার ওঠে না। পরিবার পরিজন নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানোকে একজন বিবেকবান মানুষের কাজ বলে মনে করি। তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলে নিজেদের ভাল লাগবে।

তাছাড়া, বঙ্গবন্ধুর সোনার দেশে কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, আমরা তা করতে দিবো না। সেই লক্ষ্যে আমি এসব ছিন্নমূল অসহায় মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছি। করোনাভাইরাস মোকাবিলায় সকলকে ধৈর্য্য নিয়ে বাড়িতে অবস্থান ও গুজব এড়িয়ে চলে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন-যাপনের অনুরোধ জানান। এদিকে, প্রয়োজনীয় ঈদ সামগ্রী পেয়ে হতদরিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।

করোনা পরিস্থিতির দুর্দিনে এমন সাহায্য পেয়ে অনেকে তাদের পরিজনদের নিয়ে চারটা ডালভাত খেতে পারবেন বলে জানিয়েছেন খাদ্যসামগ্রী পাওয়া পরিবারগুলো। এবং ভবিষতে যে কোনো দুর্যোগে শেখ কাশেমের পক্ষ থেকে এইসব ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে থাকবেন- এই আশা ব্যক্ত করেন তারা। এসময় তার সাথে ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শামীম হোসেন,আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া,ছাত্রলীগ নেতা প্রীতি আকন্দ,ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল হোসেন,রাকিব হাসানসহ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়