আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৪নং লোকেরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান (হবি) গত ২৪ এপ্রিল বিকাল ৬ ঘটিকায় তার নিজ বাড়ী হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহ হি………………………….. রাজীউন)। ২৫ এপ্রিল সকাল ১০ ঘটিকায় হাবিবুর রহমান (হবি) কে তার নিজ গ্রাম পাঁচটিকড়ী বাজার ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পরে মরহুম বীরমুক্তিযোদ্ধা হবিকে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ দলের সশস্ত্র সালামের মাধ্যমে দাফন করা হয়। জানাজা নামাজে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা: নুরুন্নাহার বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, লোকেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদার, বর্তমান ইউপি চেয়ারম্যান মো: শরিফ হোসেন, লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আকরাম হোসেন খান প্রমুখ্য। জানাজা নামাজে মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজসেবকসহ অনেক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে, স্ত্রী ও অনেক আপনজন রেখে গেছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply