নিজস্ব প্রতিনিধি :
গত ২ অক্টোবর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশকে সভাপতি ও সাংবাদিক আ:রশিদ তালুকদারকে সাধারন সম্পাদক করে ১শত এক সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণগঠন করা হয়েছে।
লোকের পাড়া ও এস ফাযিল মাদ্ররাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশ ।শহিদুল ইসলাম তালুকদার তারার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার,অব:শিক্ষক লিয়াকত আলী ভূঞা,আলহাজ রফিকুল ইসলাম তালুকদার,বিলচাপরা সবুজ সংঙ্গ দাখিল মাদ্ররাসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম মঞ্জু,ইব্রাহিম ভূঞা,বোরহান তালুকদার প্রমুখ।
সভা শেষে সভাপতি ৫১ জনকে সম্পাদক মন্ডলী ও ৫০ জন সম্মানিত সদস্যেরনাম ঘোষনা করেন।উল্লেখ্য পরবর্তীতে বিশিষ্ঠ জনদের সমন্ময়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হলো।সভার বক্তারা মাদক ও জুয়া প্রতিরোধে সকলকে ঐক্যবন্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন,সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মত বিনিময় করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply