Amar Praner Bangladesh

ঘাটাইলে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন

 

 

টাঙ্গাইল প্রতিনিধি :

 

টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (৩০ মে) সকালে ঘাটাইল উপজেলার ৪নং লোকেরপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ছয়ানী বকশিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. এস এম ওবায়দুল হক নাসির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল হক ছানা, ঘাটাইল থানা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল বাছেদ মাষ্টার, ঘাটাইল থানা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, ঘাটাইল থানা ছাত্রদলের আহ্বায়ক রনি, বিএনপি নেতা তালুকদার মাহাবুব সাঈদসহ লোকেরপাড়ার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।