Amar Praner Bangladesh

ঘাটাইলে শিকদার ক্যাডেট একাডেমির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল

 

 

মো: রকিবুল হাসান, ঘাটাইল প্রতিনিধি :

 

টাঙ্গাইলের ঘাটাইলের সিকদার ক্যাডেট একাডেমির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) শিকদার ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

শিকদার ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ শাহজাহান শিকদারের সভাপতিত্বে ও সরকারি জিবিজি কলেজের প্রভাষক আ.ন.ম বজলুর কাদির রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান, মুহাম্মদ আরিফ হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন প্রমুখ।

আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে দোয়া পরিচালনা করেন শিকদার ক্যাডেট একাডেমীর ধর্মীয় শিক্ষক মফিজুল ইসলাম ভূইয়া।