ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে শীলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ উপজেলার রসুলপুর ও ধলাপাড়া ইউনিয়নের মেধার বিল ও চাপড়া বিল সহ বেশ কয়েকটি বড় বড় বিলের এবং পার্শবর্তী সখীপুর উপজেলার ইন্দ্রাজানি ইউনিয়নের হাজার হাজার একর জমির ধান তলিয়ে গেছে৷
কৃষি প্রধান দেশে কৃষকদের যখন একমাত্র ভরসা ধান সেখানে এসব অঞ্চলে বোরো ধান তলিয়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের শেষ সম্বলটুকুও আর ঘরে ফিরলো না৷ গত কয়েক দিনের পর পর দুই দফা শীলাবৃষ্টিতে যেমন নিম্নাঞ্চলের ধান তলিয়ে গেছে ঠিক তেমনি উচু অঞ্চলের ধানের শীষ গুলো বের হওয়ার আগেই শীলাবৃষ্টির আক্রমনে ছিন্নভিন্ন৷
কৃষকরা চৈত্রমাসকে যেমন খড়ার জন্য হাহাকার করতো এবার তার বিপরীত আকার ধারন করেছে প্রকৃতি সামান্য বৃষ্টিতেই নিম্নাঞ্চলের সব ধান পানির নিচে৷
এসব এলাকায় সরোজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, ঘাটাইলের রসুলপুর ইউনিয়নের নেদার বিল থেকে একটি খাল প্রবাহিত হয়ে ধলাপাড়ার চাপড়া বিল দিয়ে সখিপুর উপজেলায় পতিত হয়েছে৷ কিন্তু কিছু প্রভাবশালী অসাধু লোকজন খালটি ভরাট করে ফেলেছে৷ যার ফলে এসব এলাকার নিম্নাঞ্চলের পানি নিষ্কাশনের মাত্রা কমে গেছে বা বিঘ্নিত হচ্ছে৷ যার জন্য অল্প বৃষ্টিতে পানি জমে ফসলের জমি তলিয়ে যাচ্ছে৷
ভুক্তভোগী হাসেম মিয়া জানান, তিনি একজন সাধারন কৃষক। তার সম্বল বলতে বিলের রোরো ধান তবে তলিয়ে যাওয়ায় তার সম্বলটুকু আর রইলো না৷ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আকুল আবেদন করেন৷
কাঠালিয়া আটা গ্রামের রফিক মাস্টার জানান, খালটি কিছু অসাধু লোকেরা ভরাট করায় পানি নিষ্কাশন ব্যবস্থা নাই বললেই চলে। তাই পানি জমার ফলে স্বল্প বৃৃষ্টিতেই বিলের জমির ধান তলিয়ে যায়৷
স্থানীয়দের দাবী প্রশাসন যেন দ্রুত প্রদক্ষেপ গ্রহন করে খালটি খননের মাধ্যমে পানির প্রবাহ গতিশীল করে। যেন আগামী বোরো ফসল ভালোভাবে কৃষক ঘরে তুলতে পারেন৷
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply