টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামে সামাজিক কোন্দলে ৩ ব্যক্তিকে বাড়ীতে ডেকে মারপিট করে গুরুতর আহত করেছে স্থানীয় একটি সন্ত্রাসীচক্র। গুরুতর আহত ব্যক্তিরা হলেন- গৌরিশ্বর গ্রামের মৃত ফজল মল্লিকের ছেলে রফিক মল্লিক (৬০), গোলাপ মল্লিক (৪৫) ও বিল গৌরিশ্বর গ্রামের মৃত হোছেন মল্লিকের ছেলে আবু সাইদ মল্লিক (৬০)।
গত শনিবার ৩ জুলাই বিকেলে সামাজিক বিষয় নিয়ে পরামর্শের কথা বলে একই গ্রামের গাজী জামাদ্দারের ছেলে মিনহাজ মল্লিক (৬০), সেনা সদস্য মফিজুল (৩৫), মোখলেছ (৫০), মিনহাজ মল্লিকের ছেলে বাংলাদেশ রেলওয়ের কর্মচারী আতিকুল (২৫), মামুনসহ (৪২) আরোও কয়েকজন সংঘবদ্ধ হয়ে এ্যালোপাথারিভাবে দেশীয় অস্ত্র, লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে গোলাপ মল্লিকের মাথা ফেটে যায়, রফিক মল্লিকের বাম হাতের এক আঙ্গুল কামড় দিয়ে ছিড়ে ফেলে, আবু সাইদ মল্লিকের ডান হাত ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রফিক মল্লিকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে গৌরিশ্বর গ্রামের মৃত ফজল মল্লিকের ছেলে কালাম বাদী হয়ে ঘাটাইল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিষয়ে মিনহাজ মল্লিকের কাছে মুঠোফোনে ০১৭১৪-২৪০৮৭৪ নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
ঘাটাইল থানার এএসআই ও তদন্ত কর্মকর্তা মো. শামছুল কবির জানান, অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply