আজিজুল ইসলাম (জেলা প্রতিনিধি সুনামগঞ্জ)ঃ ঘুষখোর পুলিশের কারণে অতিষ্ট সাধারন মানুষ, তেমনি হয়েছে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর থানার ঘুষখোর এস আই জহর লাল, হয়রানির শিকার বাদী পক্ষ তার বিরুদ্ধে সিলেট ডি আই জি বরাবরে অভিযোগ করেন, অভিযোগে উল্লেখ করেন যে, বিগত ২১/১২/২০১৭ ইং তারিখে বিজ্ঞ আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বিশম্ভরপুর জোন সুনামগঞ্জ বরাবরে পেনাল কোড ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলা হয় যার মামলা নং ১৯৩/১৭ ইং (বিশম্ভরপুর) বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে, সরেজমিনে তদন্ত করে, প্রতিবেদন দেওয়ার জন্য অফিসার ইনচার্জ বিশম্ভরপুর থানাকে নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে মামলাটি তদন্ত করার জন্য বিশম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হুসেন, এস আই জহর লালকে হাওলা করেন, উক্ত দারোগা তদন্তভার গ্রহন করিয়া মামলাটি সরেজমিনে তদন্ত করেন, এবং স্বাক্ষীগনের জবানবন্দি লিপিবদ্ধ করিয়া ঘটনার সত্যতা পান, তদন্তেরপর বাদী পক্ষ তদন্তকারি কর্মকর্তা এস আই জহর লালের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি সর্বমোট (২০,০০০/-) বিশ হাজার টাকা ঘুষ দাবি করেন, এবং বলেন টাকা না দিলে কোর্টে আপনাদের বিরুদ্ধে রিপোর্ট দিব। তা-ছাড়া ভাল রিপোর্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না, বাদী পক্ষ টাকা দিতে রাজি না হওয়ায় দারোগার হুমকির কথাটি টিক রাখলেন, তিনি মিথ্যার আশ্রই নিয়ে তদন্তের মিথ্যা রিপোর্ট জমা দিয়েছে, নষ্ট করে দিলেন গরিব অসহায় পরিবারের (২,০০,০০০/-) দুই লক্ষ টাকা, দারোগার ঘুষ বানিজ্যের বিষয়ে সিলেট, উপ-মহা পুলিশ পরিদর্শক বরাবর একটি অভিযোগ করেন, এ বিষয়ে উপ-মহা পুলিশ পরিদর্শক বলেন অভিযোগের বিষয়ে আমি ব্যাবস্তা গ্রহণ করব।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply