বরিশাল প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব পড়েছে উপকূলীয় জেলা ঝালকাঠিতে। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।
জেলায় ভোররাত থেকে বিদুৎ সরবারাহ এবং মোবাইল ফোনের নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে বলেও জানা গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষের মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের সময় যত এগিয়ে আসছে সুগন্ধা ও বিষখালী নদী তীরের বাসিন্দারা ততই আতঙ্কিত হয়ে পড়ছেন। তাঁরা ঘূর্ণিঝড় মোকাবেলায় সাধ্যমত প্রস্তুতি নিতে শুরু করেছেন। অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় জানানো হয়, জেলায় ৬১টি সাইক্লোন শেল্টার ও জরুরী প্রয়োজনে ৪২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।
Leave a Reply