নাটোর প্রতিনিধি
“চলনবিলের ঐতিহ্য ধরে রাখবো, সবাই মিলে জীববৈচিত্র্য রক্ষা করবো” এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ার চলনবিলাঞ্চলে অতিথি পাখি শিকার বন্ধ ও বিল পারের মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক প্রচারণা শুরু করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। পাশাপাশি অর্ধ শতাধিক দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোম ও মঙ্গলবার দিনব্যাপী চলনবিলের ডাহিয়া, বিয়াস, সাতপুকুরিয়া, হিজলী বাজার এলাকাসহ তাড়াশ-বারুহাস ডুবন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে ১০ সদস্যর একটি দল এই ব্যতিক্রম কার্যক্রম পরিচালনা করেন। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক অধ্যক্ষ সাইফুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ, সাংবাদিক কেএম শারফুল ইসলাম খোকন, মানবাধিকার ও পরিবেশ কর্মী তাইফুর রহমান তাইফ, অধ্যক্ষ ফেরদৌস আলম ফিরোজ, মোহসিন আলম, আহসান হাবীব রওশন, কুরবান আলী, আল কামাল শেখ প্রমূখ। এবিষয়ে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান জানান, চলনবিলে নিজেদের আহার যোগাতে এসে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি শিকারীদের হাতে ধরা পড়ছে। এতে করে বিলের সৌন্দর্য্য ও জীব-বৈচিত্র্য হুমকির সম্মূখীন হচ্ছে। আর যারা পাখি শিকার করছে, তাদের অধিকাংশের আইনটি সম্পর্কে ধারণা নেই। তাই বিল পারের এসব মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply