Amar Praner Bangladesh

চা বাগানের টিলাধসে ৪ নারী শ্রমিক নিহত

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে টিলা ধসে ৪ নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)। কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়েছিলেন ওই চার নারী। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। টিলার মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।