মীর আবু বকরঃ
সাতক্ষীরায় আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আর এম পি ওয়েল ফেয়ার সোসাইটির জেলা শাখার উদ্যোগে শহরের অদূরে মোজাফফর গার্ডেন (মন্টু মিয়ার বাগান বাড়ি) সংগঠনের জেলা সভাপতি গ্রাম ডাক্তার মিজানুর রহমান ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তিনি বলেন,মানুষ অসুস্থ হলে গ্রাম ডাক্তারের কাছে ছুটে যান। ঐ রোগীর দ্রুত অল্প সময়ে স্বল্প খরচে গ্রাম ডাক্তাররা চিকিৎসা প্রদান করে।রাত দিনে যেকোনো সময় অসুস্থ হওয়া মাত্রই গ্রাম ডাক্তারদের পাওয়া যায়।
ভুক্তভোগী রোগীর দুঃসময়ের সাথী প্রান্তিক পর্যায়ের এ চিকিৎসাকরা। সকল ধর্মে মানব সেবার কথা বলা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে গ্রাম ডাক্তারা মানুষের সেবা দিয়ে যাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে গ্রাম ডাক্তারের ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। চিকিৎসা সেবায় ইতোমধ্যে তারা সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফয়সাল আহমেদ,সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার ডাঃ মুশফিকুর রহমান,মোঃ মেহেদী হাসান, আর এম পি ওয়েল ফেয়ার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম ডাক্তার আমিরুল বাসার, মহাসচিব গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম,কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গ্রামডাক্তার কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল জলিল, গ্রাম ডাক্তার আব্দুল বারী খান, গ্রাম ডাক্তার আকতার হোসেন।
এ সময় সংগঠনের বিভিন্ন উপজেলায় সভাপতি সাধাঃ সহ বিপুল সংখ্যক গ্রামডাক্তার উপস্থিত ছিলেন।অনুষ্ঠান গ্রামডাক্তারের বিভিন্ন দাবী-দাবা তুলে ধরেন।সার্বিক তত্ত্বাবধান করেন জেলা সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধাঃ সম্পাদক হাসান সিদ্দিকী লাভু।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply