মো.সোহরাব হোসেন রতনঃ বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীর গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বালা সহ তার পরিবারের ৮ জনকে প্রতিবেশীরা অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। মঙ্গলবার রাতের খাবার খেয়ে একে একে তারা সকলে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ প্রধান ওই শিক্ষকের বোয়ালিয়া গ্রামের বাড়ি ও হাসপাতালে পরিদর্শন করেছেন। কিশোর বালার স্ত্রী শিপ্রা বালা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি ছাড়া পরিবারের সকলে মাছের তরকারি ও দুধ দিয়ে ভাত খায়। এরপর এক এক করে তার স্বামী কিশোর বালা (৪৫), শ্বশুর প্রফুল্ল বালা (৬৫), শ্বাশুড়ী পুষ্প রাণী বালা (৬০), ছেলে রূপম বালা (৫), রাজদ্বীপ (৩), ভাসুর প্রমথ বালা (৫০), তার স্ত্রী নমিতা বালা (৪০) ও পরিবারের কাজের লোক লক্ষণ মন্ডল (৩৫) অচেতন হয়ে পড়ে। পরে প্রতিবেশীদের ডাক দিলে ছুটে এসে গুরুতর অসুস্থ অবস্থায় সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সজল কুমার বিশ্বাস জানান, ওই পরিবারের লোকজন চেতনা নাশক মিশানো খাবার খেয়ে অসুস্থ হয়েছেন। অসুস্থ্যদের গুরুত্বের সাথে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রধান শিক্ষক কিশোর বালার প্রতিবেশী বোয়ালিয়া গ্রামের ফটিক বিশ্বাস, চিম্ময় মন্ডল ও স্কুল শিক্ষিকা চন্দ্রা বিশ্বাস জানান, ঘটনার পর এলাকায় চোর আতংক ছড়িয়ে পড়ে। তাই চোর ধরতে গ্রামবাসি নির্ঘুম রাত কাটিয়েছে। তবে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল বোয়ালিয়া গ্রামের বাড়ি ও হাসপাতালে পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের তৎপরতা চলছে। ##
বাগেরহাটে ২৭ লক্ষ টাকা ব্যয়ে
নির্মিত হচ্ছে কাবাডি শেড
কাজী মাহমুদুল কবির প্রতিনিধিঃ বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের আউটডোরে ২৭ লক্ষ টাকা ব্যয়ে কাবাডি শেড নির্মিত হচ্ছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এ শেট নির্মান কাজের উদ্বোধন করেন।এসময় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, কোষাধক্ষ সরদার ওমর ফারুক, পৌর কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলন, ইঞ্জিনিয়ার টিএম রেজাউল করিম রিজভী উপস্থিত ছিলেন।
বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নে
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কাজী মাহমুদুল কবির প্রতিনিধিঃ বাগেরহাটে ষাটগম্বুজ ইউনিয়নে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে পরিষদ প্রঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্র বেরহয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । এদিন বিকালে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা যুবলীগের সদস্য মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোঃ ইবুল হোসেনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সরদার ইলিয়াছ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, মাওঃ মোজাহিদুল ইসলাম, শেখ নজরুল ইসলাম। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার, যুগ্ম আহবায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু। এসময় ছাত্রলীগের পক্ষে থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন সাদ্দাম। আলোচনা সভা শেষে পটকা ও আতশ বাজি ফাটিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply