শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:১৯ অপরাহ্ন

চিতলমারীর প্রধান সড়কটি এখন মরণ ফাঁদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৩ Time View

মো: একরামুল হক মুন্সী, চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর বাজারের প্রধান সড়কটি এখন মৃত্য ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে  যানবাহন ও লোকচলাচল বন্ধ হবার উপক্রম। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যাত্রী সাধরণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের যাতায়েতের অনুপযোগি সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বাগেরহাট জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাতায়েতের এসড়কটির অধিকাংশ স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চিতলমারী সদর বাজার সংলগ্ন স্থানে সড়কের অবস্থা খুবই নাজেহাল। এখানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতি নিয়ত পণ্য বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে যাচ্ছে। ফলে দুর্ভোগের যেন অন্ত নেই। প্রতি দিন এ সড়ক দিয়ে শত শত সবজির ট্রাক ও মাছ বোঝাই ট্রাক রাজধানীতে যাতায়াত করে। এছাড়া বাস ও অন্যান্য যানবাহনসহ স্কুল-কলেজের শিক্ষার্থী এবং হাজার হাজার লোক যাতায়াত করে এখান থেকে। এ অবস্থায় সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে  পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ  মানুষের যাতায়েতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন শেখ, রাজু আহম্মেদ মুন্সি, সুজন শেখসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কের যে  বেহাল অবস্থার সৃষ্টি  হয়েছে তাতে করে কেউ এখন এখান থেকে  যাতায়েত করতে চান না। পাশের বাইপাশ  সড়ক ব্যবহার করেন অনেকে। এতে করে সড়কের আশপাশের ব্যবসায়ীদের বেচা-কেনা কমে গেছে। এ অবস্থায় দ্রুত সড়কটি  মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি। এ ব্যাপারে বাগেরহাট সড়ক  বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিছুর জামান মাসুদ জানান, সড়কটির  জন্য বরাদ্দ হয়েছে।  আগামিতে এর কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়