এস.এম.নুর আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় পুনট্টি ইউনিয়নের গমিরাহাটে কীটনাশক দোকান থেকে তালা ভেঙ্গে মালামাল চুরি হওয়ার ঘটনাটি ঘটেছে।
গতকাল ১৮ এপ্রিল মঙ্গলবার আনুমানিক রাত ১০ টায় পুনট্টি ইউনিয়নের গমিরাহাটে ভাই ভাই ট্রেডার্স নামে কীটনাশক মালামাল তালা ভেঙ্গে চুরি হয়ে যায়।
ভাই ভাই ট্রেডার্সের মালিক নয়ন কাজীর জানান, এগুলো সবই কোম্পানীর কাছ থেকে বাকিতে নেওয়া। এখন কিভাবে টাকা পরিশোধ করবেন, তা তিনি বুঝতে পারছেন না।
১০ নং পুনট্টি ইউনিয়েনের পুনট্টি গ্রামের গমিরাহাট বাজারে কমিটির সভাপতি মো: দেলোয়ার কাজীর বলেন, বাজারে পাহারাদারের ব্যবস্থা রয়েছে। তারপরও চুরি হয়েছে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: হারেসুল ইসলাম বলেন, গমিরাহাটে কীটনাশক ভাই ভাই ট্রেডার্স দোকানের চুরি হওয়ার ঘটনাটি শুনেছি। কিন্তু এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply