আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইরাসের উৎপত্তি চীনের একটি গবেষণাগার থেকে—বরাবর এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার তার অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি ভাইরাস ছড়ানোর দায়ে চীনের উপর ১০ লাখ কোটি ডলার জরিমানা আরোপের দাবি জানিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (৩ জুন) যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্তোনি ফাউচি উহানের ভাইরাস গবেষণাগারের তিন কর্মীসহ নয় ব্যক্তির মেডিকেল রেকর্ড প্রকাশ করার আহ্বান জানান।
এক টেলিভিশন সাক্ষাৎকারে ফাউচি বলেন, আমি ২০১৮ সালে অসুস্থ বলে জানা গেছে এমন তিনজনের মেডিকেল রেকর্ড দেখতে চাই। তারা কি সত্যই অসুস্থ হয়ে পড়েছিল এবং যদি তাই হয় তবে তাদের কোন অসুস্থতা হয়েছিল?
ফাউচির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করেন। এতে তিনি জানান, করোনাভাইরাসের উৎস চীনের একটি গবেষণাগার। আগের ওই অবস্থানই সঠিক ছিল। এর পাশাপাশি করোনা ছড়ানোর দায়ে চীনের উপর অর্থনৈতিক জরিমানা আরোপ করারও দাবি তুলেন তিনি।
তার বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এখন সবাই, এমনকি কথিত শক্রুরাও বলছে, চীনের উহান ল্যাব নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছিলেন তা সঠিক ছিল’।
ট্রাম্প বলেন, ডা. ফাউচি চীন নিয়ে যা বলেছেন, ‘তা এতই জোরালো যে, কারো পক্ষে এড়িয়ে যাওয়া কঠিন। করোনাভাইরাস ছড়িয়ে যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছে— এর দায়ে চীনের উচিত আমেরিকা ও বিশ্বকে ১০ লাখ কোটি ডোলার জরিমানা প্রদান করা’।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষভাগে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ভাইরাসটি বাকি বিশ্বে ছড়িয়ে পড়লে বৈশ্বিক মহামারি রূপ নেয়। এতে সারাবিশ্বে এ পর্যন্ত ৩৭ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসটির প্রাদুর্ভাব এখনও জারি আছে।
ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এ ভাইরাসের জন্য চীনকে দায়ী করে আসছেন। তার মতে, চীনের একটি গবেষণাগার থেকেই ভাইরাসটির উৎপত্তি। করোনাভাইরাসকে তিনি চীনা ভাইরাস বলেও আখ্যায়িত করে থাকেন।
সম্প্রতি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের ওই গবেষণাগার কি না তা তদন্তে তার দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। এছাড়া অ্যান্তোনি ফাউচি যিনি ডোনাল্ড ট্রাম্পেরও উপদেষ্টা ছিলেন, সম্প্রতি তিনিও বলছেন, চীনের গবেষণাগার থেকে ভাইরাসটির ছড়িয়ে পড়ার ধারণা অমূলক নয়। তবে চীন বরাবর এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply