শাহ্ আল ইমরান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের শাজান সজীবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।
সেই সাথে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
এমনকি তিনি গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের নামে মামলা করেছেন বলে অভিযোগকারীরা জানান। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের রফিকুল ইসলাম লিখিত অভিযোগে জানান ভালাইপুর গ্রামের শাহ্ শাজাহান বিভিন্ন সময়ে অন্যের জমি নিজের নামে দাবি করে মামলা করে আসছেন ।
এ বিষয়ে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের নামে মামলা করেন শাজান সজীব । মামলা তুলে নিতে স্কুল ম্যানেজিং কমিটির কাছে ২০ লাখ টাকা দাবি করেছেন বলে অভিযোগ তোলা হয় ।
এছাড়াও তিনি নিজ এলাকার চুয়াডাঙ্গা সহ ও পাশের জেলা মেহেরপুরের দেড় শতাধিক মানুষের নামে মামলা করে তাদের নিকট থেকে মামলা তুলে নেওয়া বাবদ ১০ থেকে ২০ লাখ টাকা দাবি করে আসছেন। শাজান সজীব বর্তমানে একটা বে-সরকারি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন এবং কম্পিউটার বই লেখক।
গত ১৫ ই জানুয়ারি শাজান সজীব কুলপালা গ্রামের মৃত শাহ্ কেরামত আলীর ছেলের জমির বাউন্ডারি পাঁচিলের কিছু অংশ ভাঙচুর করে ও জমির নির্মাতা সামগ্রী রড ইট নিয়ে যায় এবং জমিতে থাকা গাছপালা কেটে দেন। এ সময় স্থানীয় লোকজন জমির মালিক শাহ্ কেরামত আলীর ছেলেদেরকে খবর দেয়। জমির মালিকগন শাহান সাজীব ও তার লোকজনের নামে জিডি করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply