চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা দশটার সময় দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামে খাদ্যসহায়তা বিতরণ করেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও আলমডাঙ্গা উপজেলার সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আল ইমরান।
এসময় তিনি জানান করোনাকালীন ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব এ দেশের খাদ্য সামগ্রী এর মূল্য অভাবনীয় মাত্রা বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষের খাদ্য সামগ্রী ক্রয় হিমশিম খেতে হচ্ছে এই জন্য আমার পক্ষ থেকে দেশে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে খেটে খাওয়া ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি।
তিনি আরও বলেন, তার নিজ তহবিল হতে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। যাদের কেউ নেই এবং কর্মহীন হয়ে পড়েছে সেই সাথে বিছানা গত ও যে সকল মা-বাবা তাদের সন্তান হতে বিতাড়িত তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন তিনি। এই সকল মানুষের জন্য সব সময় তিনি কাজ করতে পারেন এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply