লন্ডনে আয়োজিত এবারের আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) ৪*১০০ মিটারের রিলে চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিশ্বসেরা জ্যামাইকান তারকা উসাইন বোল্ট আহত হয়ে শিরোপা ও স্বপ্ন থেকে ছিটকে পড়লেন।
কারণ আগেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানানো হয় ১২ আগস্টের রিলেতেই শেষবারের মতো ট্র্যাকে নামছেন বোল্ট।
মূল প্রতিযোগিতায় লন্ডন স্টেডিয়ামে শনিবার রাতে ৩৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করে স্বর্ণপদক জিতে নেয় যুক্তরাজ্য। ৩৭.৫২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছে যুক্তরাষ্ট্র। ৩৮.০৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছে জাপান।
উসাইন বোল্ট ৪*১০০ মিটারের রিলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ফিনিস লাইনে গিয়ে পড়ে যান। আহত হলে তাকে হুইল চেয়ারে বসে মাঠ ছাড়তে বলা হলেও হুইল চেয়ারে বসেননি বোল্ট।
বিশ্বের এই দ্রুতমানব উসাইন বোল্ট এর আগে দুই বছর পর পর হওয়া অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১১টি সোনা জিতেছেন। অলিম্পিকেও আটটি স্বর্ণ রয়েছে বোল্টের দখলে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply