আন্তর্জাতিক ডেস্কঃ
পৃথিবীর যে কয়েকটি দেশে জন্মহার কমছে তার একটি জাপান। জ্ঞান-বিজ্ঞানে, তথ্য-প্রযুক্তিতে পৃথিবীর শীর্ষ কয়েকটি দেশের মধ্যে একটি পূর্ব এশিয়ার দ্বীপদেশটিতে সাম্প্রতিক সময়ে দেশটির তরুণ-তরুণীরাও সম্পর্কে জড়নোয় অনীহা প্রকাশ করছেন। সম্পর্কে জড়ানোর চেয়ে তারা কাজেকর্মে মগ্ন থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
যার প্রভাব পড়েছে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হারে। আশঙ্কাজনক হারে কমতে শুরু করে সেখানকার জনসংখ্যা। বিশ্বের অন্যতম নিম্ন জন্মহারের দেশ জাপানে গতবছর জন্ম নিয়েছে ৮ লাখ ৬৫ হাজারেরও কম শিশু। এই সংখ্যাটি দেশটির জন্মহারের সর্বনিম্ন রেকর্ড ছুঁয়েছে। অপরদিকে উন্নত জীবনযাপন, চিকিৎসা ব্যবস্থার কারণে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েই চলেছে। পৃথিবীর সবচেয়ে বেশি শতাধিক বছর বয়সী মানুষের বাস এখানেই। কিন্তু নতুন প্রজন্মের মধ্যে সন্তান জন্মদান ও লালন পালনে অনীহাই দেখা যাচ্ছে।
এসব সমস্যা সমাধানে এবার জন্মহার বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে অর্থায়নের পরিকল্পনা করেছে জাপান সরকার। এই প্রযুক্তি জনগণকে তাদের উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে সহায়তা করবে বলে বিবিসির সংবাদে বলা হয়েছে।
জানা গেছে, নিজের সঙ্গী খুঁজে পেতে সহায়তার জন্য দেশটির যেসব স্থানীয় সরকার ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে অথবা ব্যবহার শুরু করবে আগামী বছর থেকে তাদের ভর্তুকি প্রদান করবে সরকার।
সেই লক্ষ্যে আগামী বছর স্থানীয় সরকাগুলোকে সরকারের পক্ষ থেকে ২ বিলিয়ন ইয়েন (১৬১ কোটি টাকারও বেশি) দেয়া হবে বলে এএফপি জানিয়েছে।
দেশটির স্থানীয় সরকারগুলো ইতোমধ্যে উপযুক্ত সঙ্গী খোঁজার জন্য সেবা চালু করেছে। এসব ‘ম্যাচমেকিং’ সেবায় কোথাও কোথাও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তারও সহায়তা নেয়া হচ্ছে। তাদের আশা, লোকজনের দেয়া তথ্য আরো ভালোভাবে বিশ্লেষণ করে উপযুক্ত সঙ্গী নির্ধারণ প্রক্রিয়া এতে আরো সহজ হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply