Amar Praner Bangladesh

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর : গুরুতর আহত ৫

 

 

মোমিনুল ইসলামঃ

 

মাদারগঞ্জ উপজেলা কড়ইচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মহিষবাথান মধ্যপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের পাঁচজনকে নিজ বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে।

স্থানীয়রা গুরুতর আহত পাঁচ জনকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুল এর সাথে ভোলার পুত্র আবুল কালামের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে, গত কয়েকদিন আগে সকাল আনুমানিক ৮ ঘটিকার সময়, মফিজল (৬০), শান্তি (৪৫), সামিরুল (৩৫), সাকিল (৩০), মনিরা (১৮)কে, ৫ নং ওয়ার্ডের ভোলার পুত্র আবুল কালাম (৩৫) ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মফিজুলের বাড়িতে গিয়ে তার স্ত্রী, পুত্র, কন্যাকে লোহার রড, শাবল ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

আহত মফিজুল জানান, ওরা আমাদেরকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করে আমাদের উপর হামলা করে, আমাদেরকে পিটিয়ে (বাইরাইয়া) ও কুপিয়ে (কুবিয়ে) গুরুতর আহত করেছে।

অপরদিকে আবুল কালাম বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উক্ত ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।