শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

জলঢাকায় ১২টি ভারতীয় গরু আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৬ Time View

 

 

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারী জলঢাকায় ভারত থেকে চোরাই পথে আশা ১২টি বিশাল আকৃতির গরু জব্দ করেছে থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে বালাগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড চৌপথী শিপীরডাঙ্গা নামক স্থান থেকে দুই ব্যবসায়ীসহ ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, গোলনা কালিগঞ্জ ইউনিয়নের মৃত মজিবর রহমানের পুত্র সাবেক ইউপি সদস্য দেলোয়ার রহমান ( ৫৩ ) ও ওই এলাকার নকর উদ্দীনের পুত্র হাকিনুর রহমান ( ৩৮ ) পরে এসপি মহোদয়ের নির্দেশনায় জলঢাকা থানা পুলিশ দুই ব্যবসায়ীসহ গরু বহনকারী ট্রলি জব্দ করে থানায় নিয়ে আসেন।

সুত্রমতে লালমনিরহাট জেলার পাটগ্রাম,দহগ্রাম ও বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন চোরাই পথে জলঢাকায় নছিমন, করিমন ও ভটভটি যোগে ঢুকছে এ সব ভারতীয় চোরাই গরু। নাম স্ববর্স্ব হাটের রশিদ দেখিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে প্রতিনিয়ত প্রসাশনের চোঁখ ফাঁকি দিয়ে ভারতীয় গরুর রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে সক্রিয় একটি ভারতীয় গরু কেনাবেচাকারী সিন্ডিকেট। এ সিন্ডিকেটের হাত এতটাই লম্বা যে, সময় সাপেক্ষে তারা স্থায়ীয় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেও কোষ্ঠাবোধ করে না।

অনুসন্ধানে জানা যায়, সক্রিয় ভারতীয় গরু খেকো এ সিন্ডিকেটটি হাটে দেশি গরুর রশীদ করে সে ক্রয়কৃত গরু গুলো ওই হাটেই বিক্রি করে পুর্বের রশীদ সংরক্ষণে রেখে ট্রলিতে ভারতীয় গরু তুলে সে সব ভারতীয় গরু জলঢাকা হয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে চলে যায়। এতে করে অবৈধ পন্থায় যেমনি ঢুকছে বিদেশি গরু যার প্রভাব পরছে দেশি খামারীদের উপর সেই সঙ্গে সরকার হারাচ্ছে ভ্যাট এক্সেস সরকারি মুনাফা। উল্লেখ্য, এই অবৈধ গরু সিন্ডিকেটটির দৌরাত্ম্যে দেশি খামারীরা যে বিপাকে পরেছে তার বলার শেষ নেই।

এই অবৈধ গরু সিন্ডিকেটটিকে ধরতে উপজেলা প্রসাশন সুদীর্ঘদিন থেকে বিভিন্ন ছক আকলেও প্রতিনিয়ত পথ পরিবর্তন করে গোপন পথ অবলম্বন করে ভারতীয় গরুর রমরমা ব্যবসা করে আসছে এ সিন্ডিকেটটি। গরু আটকের পর শিপারডাঙ্গার স্থানীয় বাসিন্দা আলিয়ার রহমান জানান, এ সব ভটভটি গাড়ি গভির রাত পর্যন্ত এ রাস্তা দিয়ে যায় এবং এক সঙ্গে ৩/৪টি গাড়ি লাইন ধরে যায়।

এ বিষয়ে অবৈধ পন্থায় ভারতীয় গরু ব্যবসায়ী হাকিনুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, আমার এ ভারতীয় গরুর গাড়ি স্বয়ং প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আটকানোর। টাকা দিয়ে ব্যবসা করি। আমরা ভারতীয় গরু আনবো তো আর কে আনতে পারে।

এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, এ ঘটনায় ৭টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। হাটাইয়ের ছাড়পত্র পর্যালোচনা করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি এখনো প্রক্রিয়াধীন করেছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়