জুয়েলশাহ্, জলঢাকা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় মনিষা আক্তার ডলি (২০) নামের এক অনার্স পড়–য়া ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের হিন্দু পাড়া ঢুলডুগি গ্রামে। মেয়েটি অবসারপ্রাপ্ত সেনাবাহিনী সৈনিক মতিয়ার রহমানের কন্যা। মৃতের খালা মুক্তা বানু ও খালাতো বোন কাকলী জানায়, সে নীলফামারী সরকারী কলেজের ইংরেজি ২য় বর্ষের ছাত্রী। কয়েকদিন ধরে তার দাঁতের ব্যথা। তাঁর মা মাজেদা বেগম তাকে ঔষধ খেতে বলে ভুট্টা ক্ষেত দেখতে যান। কিছুক্ষণ পরে বাড়িতে এসে দেখে তার কন্যার রুমের দরজা বন্ধ। এতে তাঁর সন্দেহ হলে চিৎকার করতে থাকে, এলাকাবাসী এসে দেখে ফ্যানের মধ্যে গলায় ওড়না প্যাচানো অবস্থায় সে ফ্যানে ঝুলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর কোন অভিযোগ না থাকায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার অনুমতি দেয় বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ । এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply