নবিজুল ইসলাম নবীন, নীলফামারী :
নীলফামারীর জলঢাকায় আলোচিত নির্যাতন ও ধর্ষণের মামলায় কবিরাজ মিজানুর রহমান ও তার ছেলে মনিবুর রহমান হাজতে গেলেও ধরাছোয়ার বাইরে থাকা ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের
মানুষ।
সোমবার(১০ অক্টোবর) দুপুরে জলঢাকা পৌর শহরের ট্রাফিক মোড় বঙ্গবন্ধু ম্যুর্যাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সূধীসমাজের সর্বস্তরের মানুষ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিল্লাত, গোলমুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তহিদুল ইসলাম, বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদসহ ছাত্রনেতা মোস্তাকিম ইসলাম বিল্লাহ, নাহিদ মিথুন ও আহসান হাবিবসহ অনেকে। মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন ছাত্রনেতা সম্রাট চৌধুরী ও ফয়সাল আহম্মেদ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের গড়া যে সংগঠন ছাত্রলীগের গায়ে কলংকিত করবে বা করতে চেস্টা করবে সেইসব চাঁদাবাজ সন্ত্রাসী, মাদকসেবী ও ধর্ষণকারী সে যতবড় ক্ষমতাধর হউক না কেন তারা ছাত্রলীগে থাকার অধিকার রাখেনা। বক্তারা আরো বলেন, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম আজম সরকারের নাম জড়িয়ে ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সমাজে আলোচনার ঝড় উঠেছে। কিভাবে একজন অপরাধী ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে গণধর্ষণের মুলহোতা আজম সরকার ও তার সহযোগীরাসহ সকল দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।
Leave a Reply