নীলফামারী প্রতিনিধি :
আসুন সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনা ভাইরাসের প্রার্দুভাবে দিন যতই যাচ্ছে মৃত্যুর মিছিল ততই বাড়ছে । দয়াময় স্রষ্টার কাছে এটাই কামনা তিনি যেন দেশ ও জাতিকে এ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করেন । এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী জলঢাকা উপজেলার কালিগঞ্জ বঙ্গবন্ধু বাজার ব্র্যাক শাখার আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম এর আয়োজনে ও এলাকার দানশীল ব্যক্তিদের সহায়তায় উপকার ভোগী ৭৫ জন ইউপিজি সদস্যদের মাঝে ১ কেজি শুকনামুড়ি , ৫০০ গ্রাম চিনি, ১ কেজি সেমাই, ২৫০ গ্রাম দুধ এবং গো-খাদ্য ৩ কেজি করে বিতরণ করা হয়।
১৩ মে ২০২০ইং সকাল ৯ টায় গোলনা শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মাঠে অবঃ প্রধান শিক্ষক সামসুল আলম এর সভাপতিত্বে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেফা ইয়াসমিন, ব্র্যাক, আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম(সিনিয়র টেকনিক্যাল অফিসার-হেল্থ কেয়ার সার্ভিসেস এন্ড কমিউনিটি ইন্টিগ্রেশন), নীলফামারী সদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র , আবু তালেব, রফিকুল ইসলাম, অমিদুল ইসলাম, মজনু আলম , ফারুক আহম্মেদ, রুহিনী চন্দ্র,বিমল চন্দ্র, মোঃ জাকির হোসেন(কাজী)। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বাজার, জলঢাকা, নীলফামারী ব্র্যাক শাখার আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক নিরঞ্জন কুমার প্রামাণিক, কর্মসূচী সংগঠক- মোঃ শেখ জামাল, দুলাল চন্দ্র ও একাদশী রানী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply