শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জাজিরা পৌরসভার বিশিষ্ট সমাজ সেবক সাবেক ছাত্র নেতা বর্তমান আওয়ামীলীগ নেতা মোঃ ইমরুল পারভেজ শিমুল বেপারী এর পক্ষ থেকে ২য় পর্যায়ে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলাকালিন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহব্বানে ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পরামর্শে কর্মহীন দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নগত টাকা বিতরণ ও ঘরে ঘরে পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন। আজ সকালে জাজিরার মো: ইমরুল পারভেজ শিমুলের নিজ বাড়ি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
এই সময় জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নুরুল হক সাধারন সম্পাদক মোতালেব মোঃ ইমরুল পারভেজ শিমুল নজরুল মালসহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতিবৃন্দ উপস্থিত ছিলেন।
জাজিরা পৌরসভার মধ্যবিত্ত দিনমজুর ও নিন্ম আয়ের মানুষেরা কর্মহীন হয়ে কষ্টে রয়েছে।
এ কষ্ট দূরীকরণে জাজিরা পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে প্রায় ১৩শত দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের তালিকা করে নগত টাকা বিতরন করেন। প্রবিত্র ঈদ-উল ফিতরে আগে জাজিরা পৌরসভার প্রায় ১৫শত পরিবারকে চাল, ডাল,আলু,পেঁয়াজ,চিনি ছোলা বুট,তেল ও সাবান দেয়ার হয়। মোঃ ইমরুল পারভেজ শিমুলে ব্যাক্তিগত অর্থায়নে ।
নগদ টাকা ও ত্রান পেয়ে জাজিরা পৌসভার কর্মহীন লোকজন বলেন, আমাদের শিমুল ভাইর মতন লোক যদি জাজিরা পৌরসভার মেয়র হতো তাইলে আজ আমদের মানুষের পিছন পিছন ত্রানের জন্য যাওয়া লাগতো না বাড়ি বসে খাবার পেতাম। আমরা দোয়া করি আল্লাহ যেনো এ তাকে সবসময় আমাদের পাশে রাখেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply