মোঃ আব্দুল শহীদ,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন অর্থনীতিতে,শিক্ষায়,যোগাযোগের ক্ষেত্রে,বিদ্যুৎ ও চিকিৎসাসেবায় আমরা যখন স্বয়ং সম্পূর্ণ হতে যাচ্ছে ঠিক তখনই বিএনপি পাকিস’ানীদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরকে নিয়ে ২০১৪ সালের জাতীয় নির্বাচন প্রতিহত করার নামে দেশব্যাপী পেট্রোল বোমা,অগ্নিসংযোগ দিয়ে মানুষ হত্যা করে যে তান্ডব চালানো হয়েছিল তা দেশের মানুষ জানে। তিনি আরো বলেন, এই ষড়যন্ত্রকারীরা এখনো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণে মারার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বেইমান খন্দকার মোস্তাক ও তার দোসররা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনককে হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল এবং যারা কিছু পাওয়ার জন্য রাজনীতি করেন জনগন তাদরকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে।
তিনি বুধবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স’পতি বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনকে বিশ্ব প্রামান্য ঐতিহ্য (ওয়ালার্ড ডকুমেন্টারী হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মতিউর রহমান এসব কথা বলেন।
এ আগে সুনামগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের নেতৃত্বে সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহনে শহরের রমিজ বিপণীস’ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স’ানীয় ট্রাফিক পয়েন্টে আলোচনায় সভায় জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। এছড়াও বক্তব্য রাখেন,সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম,বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান,এডভোকেট শফিকুল আলম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, শংকর দাস,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,জেলা শ্রমিকলীগের সহ সভাপতি যথীন্দ্র মোহন তালুকদার, জেলা মৎস্যজীবিলীগের সাধারন সম্পাদক তৌহিদ হোসেন বাবু,পৌর কাউন্সিলর সাবেরীন সাবু,জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান সেন্টু,যুগ্ম সম্পাদক খন্দকার মঞ্জুর আহমদ,সদস্য নুরুল ইসলাম বজলু,সীতেশ তালুকদার মঞ্জু,সদর থানা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল,সাধারন সম্পাদক হাজী মাজহারুল ইসলাম উকিল,সদস্য জেবুল মিয়া,বকুল তালুকদার,জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রাজা চৌধুরী,দিপংঙ্কর কান্তি দে প্রমুখ। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মুক্তিযোদ্ধা সন্তান ও বাউল শিল্পী জহির আহমেদ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply