নিজস্ব প্রতিবেদকঃ
সৌসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৬ মার্চ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ সকাল ৯ ঘটিকায় পুষ্প অর্পণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি একে আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আর কে রুবেল, অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আবু সাইদ মৃধা, সদস্য আবু হাসান, মো: হাসমত (হাসু) কমিটির নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
এই জাতীয় গণমাধ্যম কমিশন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। যেকোনো সময় যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ উপস্থিত হন এবং সহযোগিতা করেন।
এই সাংবাদিকদের সংগঠন এ যাবৎকাল মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এটি একটি সাংবাদিকদের সংগঠন ইতিমধ্যে কয়েকটি জেলায় এই সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। পুরো বাংলাদেশে এই সংগঠনটি ছড়িয়ে যাবে যাতে করে পুরা বাংলাদেশের অসহায় মানুষ এই সংগঠনের মাধ্যমে সহযোগিতা পেতে পারে।
বিশেষ করে সিলেটের কমিটিতে যারা কাজ করেন ইদানিং দেখা গেছে, সংগঠন নিয়ে তারা খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন। এভাবে প্রতিটি জেলায় এই সাংবাদিকদের সংগঠন ভালোভাবে কাজ করবে বলে আমরা মনে করি। কিছুদিন আগে সিলেট বন্যা কবলিত এলাকায় সিলেট কমিটির জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ খুব ভালোভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
যেখানে অসহায় সেখানেই জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনকে সংগঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন। এটি একটি সাংবাদিকদের সংগঠন এই সংগঠনটি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
এই সংগঠনে যারা আছে তারা সবাই যোগ্য লোক আর এই যোগ্য লোকদেরকে নিয়েই আমার এই সংগঠন চালিয়ে যাব। তিনি আরো বলেন সবাই আমার পাশে থাকলে সবাইকে নিয়ে এই সংগঠনটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই সংগঠনটি ভালো একটা স্থানে দাঁড়াবে বলে আমি মনে করি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply