Amar Praner Bangladesh

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

 

 

গাজী আরিফুর রহমান, বরিশাল :

নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শনিবার (২৩ জুলাই) শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। আগামী ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় নলছিটি উপজেলা মৎস্য অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় নলছিটির ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।