নয়ন দে, বরগুনা থেকেঃ
ফুফার জানাজা পরিয়ে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন বরগুনা সদরের মাওলানা আব্দুল সাত্তার। পথে তাকে চাপা দেয় বেপরো একটি লড়ি এতে ঘটনা স্থানে মৃত্যুবরণ হয় তার।
গত ১৫/৩/২০২৩ ইংরেজি রোজ বুধবার বিকেলে বরগুনা বরিশাল মহাসড়কের তোতার বাঁধঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘাতক লরি চালক মোহাম্মদ নাঈমকে স্থানীয় লোকজন পুলিশের হাতে সোপর্দ করে। নিহত সত্তার মিয়ার বাড়ি বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নে বড়ো মিয়ারহাট খোলা। তিনি বরিশালের একটি মাদ্রাসার সহ সুপার ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply