মোমিনুল ইসলাম (ক্রাইম রিপোর্টার) জামালপুর :
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ঘোষেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সোলায়মান করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন। সে নারায়গঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ভাটারা ইউপির চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল জানান,গার্মেন্টসকর্মী সোলায়মান সম্পর্কে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামের আব্দুল হালিমের ছেলে বদর আলীর ছোট শ্যালক। সে দুই দিন আগে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারায়নগঞ্জ থেকে সরাসরি ভেবলা গ্রামে ভগ্নিপতির বাড়িতে আসেন। বুধবার ভোরের দিকে সে মারা যায়। পরে তাকে ওইদিন সকাল ১০টায় সোলায়মানের দাফন সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজি রফিকুল হক জানান, মৃত্যুবরণ করা ব্যক্তির সংস্পর্শে আসা ওই বাড়ির সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, মৃত ব্যক্তির ভগ্নিপতির বাড়ি ও আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে লকডাউন করা বাড়ি সদস্যদের কয়েক দিনের খাবার সরবরাহ করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply