শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে তার ক্ষতি হবে না: শাজাহান খান আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র হয়েছে: হানিফ হিন্দি সিনেমায় নৈতিকতা-মূল্যবোধের অভাব রয়েছে: কাজল যার আইনি প্যাঁচে অভিযুক্ত হলেন ট্রাম্প শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ দেশে খাদ্যের অভাব নেই: শিক্ষামন্ত্রী রাজধানীর উত্তরখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সৌদি আরবে সাময়িকভাবে ভারত থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ অন্য মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে করোনা ভাইরাস সংক্রমণ যুদ্ধে জয়ী হয়ে বাড়ী ফিরলেন ৪০

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৪ Time View

 

মোমিনুল ইসলাম জামালপুর থেকে :

 

অবশেষে আল্লাহ’র অশেষ রহমতে জামালপুরে করোনা যুদ্ধে সুস্থ হয়ে বাড়ী ফিরলেন ৪০ করোনা ভাইরাস সংক্রামন রোগী। ৬ চিকিৎসক, ৭ স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক মেহেদী হাসানসহ ৪০ জন সুস্থ্য হয়েছেন। তাদের দু’দফায় নেগেটিভ রির্পোট আসায় করোনা ভাইরাস থেকে সুস্থ্য হয়ে উঠার ছাড়পত্র দিয়েছে স্হানীয় স্বাস্থ্য বিভাগ।

গতকাল (শুক্রবার) বিকেলে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে উপস্থিত হয়ে করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফেরাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জামালপুরের উন্নয়নের রুপকার কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর-৩ মেলান্দহ -মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ও স্বাস্হ্য বিভাগের কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগ সুএে জানা যায়, করোনা আক্রান্ত ৬ নারীসহ ৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ২ দফা নেগেটিভ আসায় তাদেরকে আইসেলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা জয় করে সুস্থ হয়ে উঠা ৪০ জনের মধ্যে হোম আইলেশনে ছিলেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে সদর উপজেলার ১৭, মেলান্দহের ৩, মাদারগঞ্জের ৯, ইসলামপুরের ১, দেওয়ানগঞ্জের ২, বকশীগঞ্জের ২ এবং সরিষাবাড়ির ৬ জন। এদের মধ্যে ৬ জন চিকিৎসক, ৭ জন স্বাস্থ্যকর্মী ও একজন সংবাদকর্মী রয়েছেন। এর আগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন থেকে দুই দফায় ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন।

জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফেরাদের শুভেচ্ছা জানিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর ৩ মেলান্দহ-মাদারগন্জ আসনের সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, করোনা রোগ হলেই মুত্যু, দেশজুড়ে আতংকের মধ্যে এই ৪০ জন করোনার সাথে লড়াই করে একসাথে সুস্থ্য হয়ে উঠে আমাদের সাহস যুগিয়েছে। করোনার সন্মুখ যুদ্ধে অংশগ্রহনকারী ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, আপনারা জীবনবাজি রেখে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করে তুলেছেন। মুক্তিযুদ্ধে সন্মুখ যুদ্ধে অংশ নিয়ে মুক্তিযোদ্ধারা বীর প্রতিক, বীর বিক্রম ও বীর উত্তম খেতাব পেয়েছিল। সরকারের তরফ থেকে করোনার সন্মুখ যুদ্ধে অংশ নেয়াদের খেতাব দেয়া হলে জামালপুরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের এই সন্মুখ যুদ্ধের অবদানের কথা বলবো। করোনা যুদ্ধে জয়ীদের সুস্থ্য ও সুন্দর আগামী কামনা করেন তিনি।

জেলায় এখন পর্যন্ত করোয় আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়