মোমিনুল ইসলামঃ
জামালপুর জেলা যুবমহিলা লীগ কে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি। জানতে চাইলে জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা বলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের জামালপুর জেলা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে জেলা জুড়ে চালিয়ে যাচ্ছেন দলীয় কার্যক্রম। সম্প্রতি জামালপুর জেলার উপজেলাগুলো সহ ওয়ার্ড় পর্যায়ে গঠন করেছেন যুব মহিলা লীগের কমিটি।
নাজনীন আক্তার রুমি বলেন, ‘উপজেলা পর্যায়ে যুব মহিলা লীগের কমিটি গঠন করায় তৃণমূল থেকে দক্ষ নেতৃত্ব সৃষ্টি হচ্ছে। এতদিন তৃণমূলের অবহেলিত নারীরা শিক্ষা, চিকিৎসা এমনকি কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হত। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নারী শিক্ষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।তারই অংশ হিসাবে তৃণমূলের নারীদের সুসংগঠিত করতে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এতে করে নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। তৈরি হচ্ছে দক্ষ নেতৃত্ব।
বিগত জামালপুর পৌরসভা নির্বাচনে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর নৌকার পক্ষে জামালপুর পৌরসভার অলিগলিতে প্রচারণা চালিয়েছেন জামালপুর জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ । বাধা বিপত্তি অতিক্রম করে জামালপুর জেলার সবখানেই দলীয় কার্যক্রমে জামালপুর জেলা যুবমহিলা লীগ অবিচল ভূমিকা পালন করে চলেছেন। সারা জামালপুরে বিচরণ এই দুই নেত্রীর তারুণ্যদীপ্ত রাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে বহুবার।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply