খান পাপেল :
টংঙ্গী পূর্ব মরকুন মধ্যপাড়া চাউল রাসেলের পরিত্যাক্ত বাড়িতে ১০ বছরের দুটি মেয়ে ধর্ষিত হয়। প্রতিবন্ধি জোঁনাকী (১০) আইরিন (১০) আইরিনের বাবা আব্দুল হালিম হাওলাদার বাদী হয়ে টংঙ্গী পূর্ব থানায় শিশু নারী নির্যাতন দমন আইনের মামলা করেন। মামলা নং ৭ পুলিশ রাত্রে ধর্ষক বাবুল (৩৫) কে গ্রেফতার করে । এ দিকে ধর্ষিতা আইরিন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। সরজমিনে দেখা যায় ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসী ফুসে উঠেছে । যেকোন সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে যেতে পারে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply