Amar Praner Bangladesh

জ্যাকুলিন ফার্নান্দেজের পোল ড্যান্স ভিডিও ভাইরাল

 

 

বলিউড উর্বশী জ্যাকুলিন ফার্নান্দেজ পোল ড্যান্সচর্চা করছেন। এ সংক্রান্ত একটি ভিডিও হালে বেশ চর্চায় রয়েছে। লাখ লাখ বিউয়ার ক্লিক করছেন জ্যাকুলিনের ওই পোলড্যান্স শিক্ষার নানা কসরত আর ভুলভ্রান্তির মজাদার সব দৃশ্য চাক্ষুষ করতে।

জানা গেছে, ‘অ্যা জেন্টলম্যান’ নামে জ্যাকুলিনের পরবর্তী যে ছবি আসছে তার জন্যই শিখতে হচ্ছে তাকে দর্শকমনে উল্লাস ছোটানো পোলড্যান্স। ওই সিনেমার ‘চন্দ্রলেখা’ গানটির সঙ্গে তাকে পোলড্যান্সে উত্তাপ ছড়াতে দেখা যাবে।

ছবির ওই গানটির ভিডিও কিন্তু দেখছে লোকজন। তবে তা সত্ত্বেও ‘বিহাইন্ড দ্য সিন’ টাইপের জ্যাকুলিনের পোলড্যান্স প্রশিক্ষণের এই ভিডিও কম আলোড়ন ফেলছে না।

বিনা পরিশ্রমে কোনো সাফল্যই আসে না। সেই সত্যের বয়ান দিয়েত গিয়ে জ্যাকুলিন জানালেন- চন্দ্রলেখা গানে পোলড্যান্স পারফর্ম করার জন্য তাকে দুই মাস ঘাম ঝড়াতে হয়েছে।

ওই কঠিন আর ঝুঁকিপুর্ণ এবং দর্শকমনে উত্তাপ ছড়ানো নৃত্যকলা শিখতে গিয়ে বেশ কয়েকবার পোল থেক পড়ে গেছেন তিনি, হয়েছেন আঘাতপ্রাপ্ত। তকে পিছপা হননি হালের বলিউড হৃদয়েশ্বরী সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন।

দুই মাসের ওই কোর্সে প্রশিক্ষক ছিলেন লানারক্সি।