জয়পুরহাট প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত জের ধরে জয়পুরহাট সদর উপজেলার দোঁগাছী ইউনিয়নের ঈশ্বরপুর পাহানপাড়া গ্রামে নগেন পাহান নামে এক আদিবাসী পরিবারের উপর হামলা ও বাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন আদিবাসী আহত হয়েছে। অভিযুক্ত বাবা ও তার দুই ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার সময় এ ঘটনা ঘটে। আটকৃকতরা হলেন- ঈশ্বরপুর গ্রামের ওমর আলী ও তার দুই ছেলে শফিকুল ও নফিকুল।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান, প্রায় ১০ বছর পূর্বে একটি জমির মালিকানাকে কেন্দ্র করে নগেন গং ওই পাড়ারই ওমর আলী সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি চলমান থাকা অবস্থায় স্থানীয় ভাবে আপোশ মিমাংশা করার জন্য শুক্রবার বেলা ১১টায় একটি শালিসি বৈঠক বসে। কিন্তু নগেন পাহান ওই সালিশে না যাওয়ার অপরাধে ওমর আলী গং এ হামলা চালায়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply