আল মামুন জেলা জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার নামে ৩ হাজার বিঘা উর্বর তিন ফসলী জমি অধিগ্রহন করার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ওই ইউনিয়নের শতশত কৃষক।
রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান, বাসদ (মার্কসবাদী) জেলা সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ মুসা, সিপিবির সাধারন সম্পাদক আব্দুর রশিদ, জেলা গণ ফোরামের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, বাসদের (মার্কসবাদী) জেলা সদস্য শাহজামান তালুকদার ।
সমাবেশে বক্তারা বলেন, অর্থনৈতিক জোনের নামে এসব তিন ফসলী জমি অধিগ্রহন করা হলে জেলায় কৃষি উৎপাদনে বিপর্যয় নেমে আসবে যাতে করে দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত ঘটতে পারে। এছাড়া এই এলাকার বিপুল জনগোষ্ঠী ভূমিহীন হয়ে বেকার ও ছিন্নমুলে পরিনত হবে।
সমাবেশ শেষে কৃষকরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
Leave a Reply