জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামে ছেলের কোদালের আঘাতে রেজিয়া বেগম (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে পলাশ হোসেন (২৭) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম ঐ এলাকার বাদশা আলীর স্ত্রী।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আকরাম আলী জানায়, সকালে বাড়ীর পাশে রেজিয়া সংসারের কাজ করার সময় ছেলের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ছেলে পলাশ কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনা স্থলেই তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসীরা জানায়, ছেলে পলাশ মাঝে মাঝেই মানসিক রোগীর মত আচরণ করত।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply