এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠিঃ
কিছু বিশৃঙ্খলার মধ্য দিয়ে ঝালকাঠির চার উপজেলায় ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। দুপুরের সময় অনেক কেন্দ্র ছিলো একদম ফাঁকা। জেলা সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম তার কির্ত্তিপাশার বেলদাখান গ্রামের নিজ বাড়িতে বেলা দেড়টার সময় তার স্ত্রী ও সমর্থকদের সাথে নিয়ে এবং কাঠালিয়া উপজেলার স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার ও জাহাঙ্গীর জমাদ্দার দুপুরে বিভিন্নঅনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।
তারা জানান, তাদের প্রতিটি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে, আগেরদিন এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে খোজাখুজি করা হয়েছে এবং যাদের পেয়েছে তাদের আটক করে ভুতুরে মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জেলার চারটি উপজেলার মধ্যে নলছিটি উপজেলায় বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হওয়ায় সেখানে শুধু ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে নির্বাচন হয়েছে। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা মার্কার প্রার্থীরা এগিয়ে রয়েছে বলে বেসরকারীভাবে জানা গেছে। রবিবার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন তার বাড়ি থেকে জাহিদুল আবেদীনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দুনালা বন্ধুক, একটি চায়না এয়্যারগান, ২২ রাউন্ড তাজা গুলি ও ৪ রাউন্ড খোসা জব্দ করা হয়। জাহিদুল আবেদীন উপজেলার নিজামিয়া এলাকার মৃত জয়নাল আবেদীন বাদশা মিয়ার ছেলে ও বড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। রাজাপুরে নির্বাচনকে কেন্দ্র করে আনারস ও নৌকার সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনায় ৬ জন আহত হয়। অপরদিকে সদর উপজেলার রমানাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২/৩ শত গজ দুরে আনারস প্রতিকের সমর্থক হান্নানের স্ত্রী ফাতেমা বেগমকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে প্রতিপক্ষরা. তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে, এ সময় হালিমের স্ত্রী মনি বেগমের ডান হাত ভেঙ্গে যায় এবং তাদের বাড়ী ঘর ভাংচুরের ঘটনাও ঘটে।
বেলা ৩ টার দিকে পরমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দূর্বৃত্ত আকস্মিকভাবে কেন্দ্রে প্রবেশ করে জোড়পূর্বক ব্যালট পেপারে সীল মারতে ছিল তখন প্রিজাইডিং অফিসার অরুনাংশু দে তাৎক্ষনিক রিটার্নিং কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনকে জানালে তিনি র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌছাবার আগেই সীল মারা ব্যালট পেপার রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে ঐ কেন্দ্রের একটি বুথের ভোট গ্রহন স্থগিত করেন।
শেষ দিকে বিকনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাইদুল মৃধাকে জাল ভোট দেয়ার অপরাধে নির্বাহী ম্যাজিন্ট্রেট, এসি ল্যান্ড লুৎফুন্নেসা খানম ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। সাইদুল মৃধা নিজেকে নির্দোষ দাবী করে সাংবাদিকদের জানান, অন্যায়ভাবে তাকে জরিমানা করা হয়েছে কারন তিনি তার ভোট দিতে গিয়েছিল।এদিকে নির্বাচিত হয়েই সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খান আরিফুর রহমান সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু’র সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply