এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠিঃ
ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আনোয়ার হোসেন হাওলাদারসহ একাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর বাদল হোসেনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
হামলার ঘটনাটি ২৬ মার্চ রুপচন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে রাত সাড়ে ৮ টায় ঘটে। হামলায় আনোয়ার মেম্বরের বাম হাত ভেঙ্গে যায়। আনোয়ার মেম্বর জানান, ২৪ মার্চ সুতালড়ী ব্রীজের পুর্ব ঢালে একটি পিকনিক পার্টি নিয়ে নিজেদের মধ্যে মারামারি হয়। সেই মারামারির সালিশীর বিচার আনোয়ার মেম্বরের উপর বর্তায় আনোয়ার মেম্বর সালিশী বিচারের জন্য অপারগতা প্রকাশ করলে পুর্ব পরিকল্পিতভাবে ২৬ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে রুপচন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে বসাবস্থায় নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার মেম্বরের উপর একই এলাকার মইনুদ্দিনের ছেলে কবির হোসেন, আঃ রাজ্জাকের ছেলে যথাক্রমে পান্না, সুমন, মারিয়াজ, বাবুল তালুকদারের ছেলে রাকিব, মোজাম্মেলের ছেলে ডিএল, সাবেক ইউপি সদস্য আকবর কাজীর ছেলে রাজিব দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। তখন আনোয়ার মেম্বরের ভাগিনা সুজন ও বাদল হোসেন মেম্বরকে বাঁচাতে এগিয়ে আসলে বাদলের মাথা ফাঁটিয়ে দেয় এবং সুজনকে চাকু দিয়ে বুক ও পিঠে একাধিক কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা।
প্রথমে সুজন ও বাদলকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হলেও তাদের জ্ঞান না ফেরায় বাদলকে ঢাকা মেডিকেলে এবং সুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে অভিযুক্ত পান্নার পিতা আঃ রাজ্জাক জানান, এলাকায় মাদকের আসর বসালে স্থানীয়দের সাথে এ নিয়ে মারামারির ঘটনা ঘটে, সুজন ও বাদলের হামলায় কবির ও বাবুল তালুকদারের ছেলে রাকিবসহ তিনি আহত হয়েছে। রাকিবকে প্রথমে ঝালকাঠি হাসপাতালে পরে উন্নত চিকি’সার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আঃ রাজ্জাক নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তারা খবর পেয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে নিয়ে নেয় তবে কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ না করায় মামলা রুজু হয়নি নিীশ্চত করেছেন অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply