এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠিঃ
ঝালকাঠিতে বসতঘর আগুনে পুড়ে ছাই প্রায় ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান। আগুনের ঘটনাটি বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় সদর উপজেলার বাড়ৈগাতি গ্রামে গরীব অসহায় রাজু শেখের বাড়িতে ঘটে। রাজু শেখ বাড়ৈগাতি গ্রামের শেখ আঃ রশিদের ছেলে।
রাজু শেখের স্ত্রী রেকসোনা বেগম স্বাক্ষরিত লিখিত সুত্রে জানা গেছে, রেকসোনার ছোট বোন ঝুমুর আক্তারের সাথে একই এলাকার শেখ জুবায়ের হাসানের সাথে ২০১৭ সালে শুভ বিবাহ হয়। কিছুদিন পরে যৌতুকলোভি মাদকাসক্ত জুবায়ের তার স্ত্রী ঝুমুরকে পিত্রালয়ে রেখে অন্যত্র বসবাস করে কোনভাবেই ঝুমুরের ভরন পোষনসহ কোন খোজ খবর না রাখায় ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর নিকট লিখিত অভিযোগ দেয় ঝুমুর বেগম। তখন সদর সাকের্লের মধ্যস্থতায় জুবায়ের ও ঝুমুরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদকালে ৫ লাখ টাকার কাবিননামার বিপরীতে দেড় লাখ টাকায় উভয়ের সম্মতিতে সমঝোতা হয়। এই টাকা দেওয়ার পর জুবায়ের আত্রোশ পোষন করে বিভিন্ন সময় ঝুমুর ও তার পরিবারের লোকজনদের কে হুমকি দেয় এবং বলে এই টাকা সুদে আসলে উঠিয়ে নেব।
ক্ষতিগ্রস্থ পরিবার তাদের বসতঘরে আগুন দেয়াকে জুবায়ের হাসান এর আক্রোশের বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেন। বসতঘরে আগুনের ঘটনার সময় ক্ষতিগ্রস্থ রেকসোনা তার স্বজনরা পার্শ্ববর্তী পিতার বসতঘরে ঘুমিয়ে ছিল। ঘটনাস্থল প্রশাসন পরিদর্শন করেন। বর্তমানে খোলা আকাশের নীচে অসহায় পরিবার বসবাস করছেন এবং তাদের সন্তানদের শিক্ষার বই খাতা ও পরিধেয় বস্ত্রাদি পুড়ে যাওয়ায় এক পোষাকে রয়েছে তারা এবং লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসকসহ জেলা পুলিশ সুপার এর হস্থক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্থ পরিবার পাশাপাশি রেকসোনা বেগম জ্্্্্বুায়ের হাসানসহ তিনজনের নাম উল্লেখ করে ঝালকাঠি থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply