মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক সরকারি কর্মকর্তার কোটি কোটি টাকার নামে বেনামে সম্পদের পাহাড় তুরাগে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্য পূবাইলে সমবায় অফিসে দুর্ধর্ষ চুরি বনানী পুলিশ ফাঁড়ির নিকটেই অবৈধ ফুটপাতের দোকান, নেপথ্যে ইন্সপেক্টর একরামের আতাত বাজেট ডিব্রিফিং সেশন সংসদ সদস্যগণকে বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে : স্পীকার বাসযোগ্য সুন্দর পরিবেশ গড়তে জনসচেতনতার কোন বিকল্প নেই : সাতক্ষীরা জেলা প্রশাসক কালিহাতীতে মাদ্রাসার ভূমি জবরদখল : উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ দেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার  : তথ্যমন্ত্রী মিরপুরে জনতা-পুলিশ সংঘর্ষ: ২ মামলা, আসামি সহস্রাধিক

ঝালকাঠিতে বসতঘর আগুনে পুড়ে ছাই প্রায় ১৫ লাখ টাকা ক্ষতিসাধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ২৮ Time View

এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠিঃ

 

ঝালকাঠিতে বসতঘর আগুনে পুড়ে ছাই  প্রায় ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান। আগুনের ঘটনাটি বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় সদর উপজেলার বাড়ৈগাতি গ্রামে গরীব অসহায় রাজু শেখের বাড়িতে ঘটে। রাজু শেখ বাড়ৈগাতি গ্রামের শেখ আঃ রশিদের ছেলে।

 

রাজু শেখের স্ত্রী রেকসোনা বেগম স্বাক্ষরিত লিখিত সুত্রে জানা গেছে, রেকসোনার ছোট বোন ঝুমুর আক্তারের সাথে একই এলাকার শেখ জুবায়ের হাসানের সাথে ২০১৭ সালে শুভ বিবাহ হয়। কিছুদিন পরে যৌতুকলোভি মাদকাসক্ত জুবায়ের তার স্ত্রী ঝুমুরকে পিত্রালয়ে রেখে অন্যত্র বসবাস করে কোনভাবেই ঝুমুরের ভরন পোষনসহ কোন খোজ খবর না রাখায় ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর নিকট লিখিত অভিযোগ দেয় ঝুমুর বেগম। তখন সদর সাকের্লের মধ্যস্থতায় জুবায়ের ও ঝুমুরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদকালে ৫ লাখ টাকার কাবিননামার বিপরীতে দেড় লাখ টাকায় উভয়ের সম্মতিতে সমঝোতা হয়। এই টাকা দেওয়ার পর জুবায়ের আত্রোশ পোষন করে বিভিন্ন সময় ঝুমুর ও তার পরিবারের লোকজনদের কে হুমকি দেয় এবং বলে এই টাকা সুদে আসলে উঠিয়ে নেব।

 

ক্ষতিগ্রস্থ পরিবার তাদের বসতঘরে আগুন দেয়াকে জুবায়ের হাসান এর আক্রোশের বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেন। বসতঘরে আগুনের ঘটনার সময় ক্ষতিগ্রস্থ রেকসোনা তার স্বজনরা পার্শ্ববর্তী পিতার বসতঘরে ঘুমিয়ে ছিল। ঘটনাস্থল প্রশাসন পরিদর্শন করেন। বর্তমানে খোলা আকাশের নীচে অসহায় পরিবার বসবাস করছেন এবং তাদের সন্তানদের শিক্ষার বই খাতা ও পরিধেয় বস্ত্রাদি পুড়ে যাওয়ায় এক পোষাকে রয়েছে তারা এবং লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

 

এ ব্যাপারে জেলা প্রশাসকসহ জেলা পুলিশ সুপার এর হস্থক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্থ পরিবার পাশাপাশি রেকসোনা বেগম জ্্্্্বুায়ের হাসানসহ তিনজনের নাম উল্লেখ করে ঝালকাঠি থানায় লিখিত এজাহার দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়