Amar Praner Bangladesh

ঝালকাঠিতে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানে ৫ স্বর্ণ কিশোরীকে বাইসাইকেল উপহার

এস এম রাজ্জাক পিন্টু, ঝালকাঠি :
জেলা ব্রান্ডিংসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ঝালকাঠিতে ৫ কিশোরীকে বাইসাইকেল উপহার দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মো. হামিদুল হক তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জেলা  ব্রান্ডিংর্গাল ক্ষ্যাত স্বর্ন কিশোরীদের হাতে এ বাইসাইকলে তুলে দেন। কলেজে ও স্কুল পড়ুয়া ৫ কিশোরী শিক্ষার্থীদের মধ্যে বাল্য ববিাহ প্রতিরোধে নাসরিন আক্তার সারা, আইসিটি শাখায় ফ্রিল্যান্সার হিসবে সালমা আক্তার, জেলা ব্র্যান্ডিংয়ে মৌ দাস, নৃত্য, গান ও খেলাধুলায় আল রাউন্ডার হিসেবে লাম আলফি এবং ফুটবল খোলোয়ার হিসেবে মাহাফুজা আক্তার এই বাইসাইকলে উপহার পায়।  এদের মধ্যে নাসরনি আক্তার সারা এ র্পযন্ত ৬ টি বাল্য ববিাহ বন্ধে সহায়তা করেছে।  বাই সাইকেল দেয়া উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক’র সভাপতিত্বে তার সভাকক্ষে এক সম্মলেন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইদুজ্জামানসহ সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।