গাজী আরিফুর রহমান, বরিশাল :
ঝালকাঠিতে বিষধর সাপের কামড়ে মো. ইব্রাহিম (২০) নামে এক যুবককের মৃত্যু হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের কাঠমিস্ত্রি মো.সেলিম হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘরের ভেতরে ঘুমিয়েছিল ইব্রাহিম। ঘুমের মধ্যে ইব্রাহিমকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে বুধবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যায় স্বজনরা। সেখানে দুপুরে তাঁর মৃত্যু হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নথুল্লাবাদ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জাহাঙ্গীর।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply